আজি সপ্ত সাগর ওঠে উচ্ছলিয়া

কথা : সত্যেন সেন
সুর : আলতাফ মাহমুদ

আজি সপ্ত সাগর ওঠে উচ্ছলিয়া
তোরা শুনতে কি পাস
দিকে দিকে জাগে বিদ্রোহী জনতা
উম্মাদ গর্জনে প্রাণ উল্লাস

শোষনের জুলুমের জিঞ্জির
জল পড়ে বন্দীনী পৃথিবীর
ওদ্যত্ত প্রহরন জাগে ঐ জনগন
দিগন্তে দিগন্তে অরুন আভাস

সাত সাগরের ঢেউ আচড়ে পড়ে
এক এক জ্বলে দ্বীপ আধার ঘরে
রণ দুন্দুভী বাজে ঐ মন্ত্র সরে উতলা করে প্রাণ
মুক্তির সেনানীরা ছুটে আয়
মৃত্যু ও জীবনের মোহনায়
জানি পথ দুর্গম তবু চল দুর্দম
মুক্তি রণ রোলে চেয়েছে আকাশ

হে মহা মানব একবার এসো ফিরে

কথা : সুকান্ত ভট্টাচার্য
সুর : অজিত রায়

হে মহা মানব একবার এসো ফিরে
শুধু একবার চোখ মেলো
এই গ্রাম নগরীর ভীড়ে ॥

এখানে মৃত্যু হানা দেয় বারবার
লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার
এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি
নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি
কোথাও নেইকো পার ॥

মারি ও মরক মন্বন্তর ঘনঘন বন্যায়
আঘাতে আঘাতে ছিন্নভিন্ন ভাঙ্গা নৌকার পাল
এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল
ভাঙ্গা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো
হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো ॥

কালো রাজপথ যেন মনে হয়

কথা : মো. রফিকুজ্জামান
সুর : সুজেয় শ্যাম

কালো রাজপথ যেন মনে হয়
হাজার হাজার পলাশ হয়ে চেয়ে রয় ॥

সে কোন যাদুকর পথের উপর ফুটিয়েছে রক্ত পলাশ
বুকের রুধিরে পাষাণ ঘিরে রেখে গেছে ইতিহাস
রেখে গেছে দুঃখিনী মায়ের পরিচয় ॥

মায়ের দু’চোখে সে কোন পলকে বয়ে গেছে অশ্র“ নদী
সে নদী এসে মিলেছে শেষে রক্ত পলাশ অবধি
রেখে গেছে হারানো প্রাণের বিনিময় ॥

জীবন দিলাম রক্ত দিলাম পদ্মা হইলো লাল

কথা : ফেরদৌস হোসেন ভূঁইয়া
সুর : সুখেন্দু চক্রবর্তী

জীবন দিলাম রক্ত দিলাম পদ্মা হইলো লাল
বর্গী আবার বায়না ধরে পাইতা মরণজাল ॥

মা হারাইলো সোনার ছেলে বোনরা দিল মান
স্বাধীনতা পরম পাওয়া নয়তো কারো দান
আবার ডাইনি হাসে পিশাচ নাচে জ্বালাও না মশাল ॥

সেদিন মাঠে ছিলনা ধান ছিল জমা হাড়
হাড়ে মাংসে রক্তে মিশে হয়রে একাকার
যদি সেই রাক্ষসে আবার হাসে ভাঙ্গো তার চোয়াল ॥

ঝড় উঠছে ঝড় উঠছে

কথা : কবি মাহবুব উল আলম চৌধুরী
সুর : শাহীন সরদার

ঝড় উঠছে ঝড় উঠছে
বিপন্নে আর্তনাদ নিপীড়িত কান্না
দিকে দিকে বিপ্লবী হাওয়া
ভরে তুলছে ভরে তুলছে
দেশ জুড়ে মানুষেরা জাগছে ॥

কৃষকের ভাত চাই ভাত চাই
কম দামে সার চাই সার চাই
শ্রমিকের কাজ চাই কাজ চাই
ফ্যাক্টরি বড় বড় কল কারখানা
বন্ধ করা চলবেনা।
বন্ধ করার নীতি মানবোনা
অচল মানবোনা
কান পেতে শোন শোন আহ্বান
দিকে দিকে মানুষের জয়গান।

একতায় হিম্মতে দিন দিন বাড়ছে
দিন দিন বাড়ছে বাড়ছে
ঝড় উঠছে পাতা নড়ছে
দিকে দিকে লড়াইয়ের নাকাড়া
বাজছে বাজছে।