“প্রলয় বাজাও গানে, সাহস জাগাও প্রাণে”– এই শ্লোগান নিয়ে ১০ মার্চ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় উদীচীর একাদশ সত্যেন সেন গণসঙ্গীত উৎসব ও জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতার উৎসবের কার্যক্রম।
শুক্রবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উদীচীর একাদশ সত্যেন সেন গণসঙ্গীত উৎসব ও জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা উদ্বোধন করেন উদীচীর অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট লোকশিল্পী সাইদুর রহমান বয়াতি। এসময় সমবেতভাবে জাতীয় সঙ্গীত এবং উদীচীর সংগঠন সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।
Continue reading উদীচীর একাদশ সত্যেন সেন গণসঙ্গীত উৎসব সমাপ্ত