লোকজ সুরের মূর্ছনায় ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠার ৫৬তম বার্ষিকী উদযাপন করলো দেশের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম এ সাংস্কৃতিক সংগঠন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এ উপলক্ষে ২৯ অক্টোবর মঙ্গলবার, বিকাল ৫টায় কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজন করা হয় বাউল ও মরমী গানের অনুষ্ঠান। “মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি” শ্লোগান নিয়ে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এসময় জাতীয় সঙ্গীত ও সংগঠন সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।
Continue reading উদীচীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীCategory: উদীচী
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী
শহীদজায়া ও মুক্তিযোদ্ধা বেগম মুশতারি শফি’র মৃত্যুতে উদীচী’র শোক
আজ সোমবার (২০ ডিসেম্বর ২০২১) বিকেল চারটায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাবেক সভাপতি শহীদজায়া বেগম মুশতারী শফি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর স্বামী ও ভাই শহীদ হন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গভীর শোক প্রকাশ করেছে।
এক শোকবার্তায় উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ড. সফিউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর পরিবারের অবদান এবং পরবর্তি সময়ে যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনে তাঁর অবদান অসামান্য। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
উদীচীর নেতৃবৃন্দ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।