আকাশে বাতাসে এখন

কথা: আনোয়ার কামাল

প্রতিদিন বাসের চাকা পিষে ফেলছে মানুষ
কালো পিচঢালা পথ উষ্ণ রক্তে লাল টকটকে হয়ে যাচ্ছে
খাদ্যে বিষ! উরমারিনে কুঁরে কুঁরে খাচ্ছে
বাতাসে কালো ধোয়া, সিসের প্রলেপ লেপ্টে আছে
দেহেতে বসতি গেড়েছে ক্ষয় রোগ। Continue reading আকাশে বাতাসে এখন

কথা : প্রবীর সরদার
সুর : ফারুক ফয়সাল
গোধূলীর সাথে সন্ধ্যা যে যায়
আবার সন্ধ্যা আসে
তপন রতন ভেসে ভেসে ওঠে
বেদনার প্রতিভাসে।।

কান্না হয়ে থামতে না চায়
সৈয়দ বুলু নীরবে তাকায়
মুখের হাসিটি কেড়ে নিয়ে হায়
শত্রুরা আজও হাসে।।

প্রতিবাদী সূর্য্যটা আলোক ছড়ায়
রামকৃষ্ণের চোখে রক্ত গড়ায়
শাহ্ আলমেরা ঘুমিয়ে রয়েছে
তোমার আমার পাশে

চিৎকার করে ইলিয়াস ডাকে
নূর ইসলাম মরে পড়ে থাকে
বাবলু রায়ের বুক ভেসে যায়
নিষ্ঠুর পরিহাসে।।

দিনেই যদি হসরে কানা কি হবে আর রাত্রি হলে

কথা: সত্যেন সেন

দিনেই যদি হসরে কানা কি হবে আর রাত্রি হলে
বুঝবি কি আর মলে তোরা বুঝবি কি আর মলে।
খেটে খেটে মরলি খালি অভাবে দিন কাটালি
দিনে দিনে সব খুয়ালি এমনি কপাল পোড়া
ও তোর রক্ত চুষে হচ্ছে মোটা টাকার কুমির যত
পরের ধনের পেদ্দারেরা মারছে তোদের ছলে বলে
বুঝবি কি আর মলে তোরা বুঝবি কি আর মলে।
তোমার ওই হাতে জোরে ক্ষেত ওঠে শস্য ভরে
সে শস্য বাঁচায় ওরে দেশের নর নারী লোকের প্রাণ
তবু চাষীর পেটে ভাত জোটে রক্ত হইলো পানি
খাজনা ট্যাক্সের বিষম বোঝা মরণ এবার যাতাকলে
বুঝবি কি আর মলে তোরা বুঝবি কি আর মলে।

দেশ গেল দেশ গেল বলে কত নিতাই চিৎকার পাড়ে

কথা: সিদ্দিক মোল্লা

দেশ গেল দেশ গেল বলে কত নিতাই চিৎকার পাড়ে
ওই নিতাই সংসদে যাইয়া নিজে নিজের ঝুলি ভরে
দেশ গেল দেশ বলে কত নিতাই চিৎকার পাড়ে
হাইরে সোনার বাংলাদেশে গরীব কেন না খাইয়া মরে
ন্যায্য কথা কইলে পরে ধনীর মাথা গরম করে
দেশ গেল দেশ গেল বলে কত নিতাই চিৎকার পাড়ে
গরীব দুঃখীর ভোটটা নিয়া মন্ত্রী মিনিস্টার হয়া
এখন দেখি বুক ফুলাইয়া লম্বা লম্বা কথা বলে
বৃটিশ যায় পাকিস্তান এলো ভাগ্য বদল না হইলো
স্বাধীনতা চল্লিশ বছর গরীব কিছু পাইলো নারে
দেশ গেল দেশ গেল বলে কত নিতাই চিৎকার পাড়ে
পাগল সিদ্দিক ভেবে বলে জোট বাঁধো ভাই দলে দলে
কৃষক শ্রমিক ছাত্র মিলে সাম্য শান্তি আনতে হবে
দেশ গেল দেশ গেল বলে কত নিতাই চিৎকার পাড়ে।

ওরা লম্বা লম্বা কথা বলে নিজের স্বার্থ ছাড়ে না

কথা: সিদ্দিক মোল্লা

ওরা লম্বা লম্বা কথা বলে নিজের স্বার্থ ছাড়ে না
ওদের পিছে ঘুরলে মোদের মুক্তি হবে না।
ওরা রাতে করে কালো বাজারী দিনে গরীবের কথা বলে
তবু আমরা সবাই ওদের পিছে যাই ছুটে দলে দলে
আমরা রক্ত দিয়ে ওদের বাঁচায় ওরা সেটাও মনে রাখে না।
ওদের পিছে ঘুরলে মোদের মুক্তি হবে না।
ওদের উপর দিয়ে ভীষণ ফিটফাট দেখতে লাগে যেন চমৎকার
কিন্তু ভেতর দিয়ে হয় সদরঘাট দুঃখ কষ্ট হাহাকার
এই সব রংচং দেখে ভূলে গেলে দুঃখ মোদের যাবে না
ওদের পিছে ঘুরলে মোদের মুক্তি হবে না।
এবার নিজের পায়ে দাঁড়াও সবে
তাতে পাওটা তোমার শক্ত হবে
এই সমাজ নামের নৌকটারে ঠিক পথে চালাতে হবে
নৌকোর হাল থাকিলে ওদের হাতে
সে নৌকো তোমার কথায় চলবে না
ওদের পিছে ঘুরলে মোদের মুক্তি হবে না।