১৮৮৬’র পহেলা মে শিকাগোর হে মার্কেটে

১৮৮৬’র পহেলা মে শিকাগোর হে মার্কেটে
শ্রমিকের তাজা খুনে ভেসে গেল খোলা রাজপথ
প্রথম শহীদ হলো মজুর……….

লাল সালাম লাল সালাম
রক্তে ধোওয়া মে তোমায় সালাম ॥

নিপীড়িত জনতার প্রথম ভাঙালো ওরা ঘুম
বিপ্লবী মজুরের হাতে দিল খোলা তলোয়ার
ওরা শিকাগোর মেহনতি মজদুর
ওরা মজদুর দুনিয়ার সাক্ষ্য
ওরা সত্য ওরা ধন্য, ওরা বিপ্লবী পৃথিবীর মন্ত্র।

লং লিভ রেভুলিউশন, লং লিভ লং লিভ
লং লিভ রেভুলিউশন, লং লিভ লং লিভ ॥

শোষকের শৃঙ্খলে প্রথম দিয়েছে ওরা টান
মালিকের মুনাফায় প্রথম হেনেছে পদাঘাত
ওরা পৃথিবীর মেহনতি মজদুর
ওরা মজদুর দুনিয়ার সূর্য
ওরা সত্য ওরা ধন্য, ওরা বিপ্লবী পৃথিবীর মন্ত্র।

লং লিভ রেভুলিউশন, লং লিভ লং লিভ
লং লিভ রেভুলিউশন, লং লিভ লং লিভ ॥

মারো জোয়ান হেঁইও মারো কষে টান

কথা ও সুর : সত্যেন সেন

মারো জোয়ান হেঁইও মারো কষে টান
তালে তালে ফেল বৈঠা নদীতে উজান ॥

ও মাঝি হাল তোর শক্ত করে ধর
পুব আকাশে গর্জে দেয়া কিসের তাতে ডর
পথের বাধা মানবোনা রে আসুক ঝড় তুফান ॥

মাঝ নদীতে ভরা নাও কতই হল তল
সামনে পিছে নাচে মুখর কুটিল কালো জল
হও হুশিয়ার পাক্কা মাঝি মজুর আর কিষাণ ॥

ওই ওপারে স্বপ্নে দেখা জাগে সোনার কূল
মোদের লাগি ডাক পাঠালো করিসনা রে ভুল
ঘোর আঁধারে পথ দেখাবে আগুনের নিশান ॥

ডাক শুনে আজ এসেছে সব পেছনে কেউ নেই
লক্ষ হাতে হাত মিলিয়ে আমরা পাড়ি দেই
একই পথের যাত্রী মোরা জোরসে আগুয়ান ॥

আরশির সামনে একা একা দাঁড়িয়ে

কথা : আশরাফ হোসেন
সুর : সুকুমার দাস

আরশির সামনে একা একা দাঁড়িয়ে
যদি ভাবি কোটি জনতার মুখ দেখবো
হয়না হয়না হয়না
কে বলেছে হয়না, এসো এই মঞ্চে
উদীচী এমনই এক আয়না ॥

সত্যেন রণেশের আঁকা পদচিহ্ন
লাল খামে বাঙালির ঠিকানা অভিন্ন
কানাগলি রাজপথ মিশে সেই মোহনায়
অন্য পথের দিশা চাইনা ॥

প্রগতির মিছিলে এই নব মাত্রা
শুরু হোক অনিয়ম ভাঙবার যাত্রা
থেমে থাকা আর নয় এখনি সে সময়
যুদ্ধে যাবার দেরি সয়না ॥

শত সংগ্রামের স্বপ্ন নিয়ে

কথা : প্রবীর সরদার
সুর : শাহীন সরদার

শত সংগ্রামের স্বপ্ন নিয়ে
হৃদয়ে ফুটেছে ফুল,
লাল সেলাম হে বিপ্লবের যোদ্ধা
কমরেড তাজুল ॥

ঘুমিয়ে রয়েছে কমরেড আমার
ডেকো না ডেকো না কেহ,
অশোক-শিমুলে মিনার গড়েছি
এ তো নয় কোন দেহ।
এখানে একদিন ফুটবেই জেনো সহ¯্র শিমুল ॥

চেতনায় ছিল রঙিন স্বপ্ন
বিপ্লব ছিল বুকে,
হাতের মঠোয় ক্ষিপ্রতা ছিল
শ্লোগান ছিল মুখে।
জোয়ার এসেছে, জোয়ার ভেঙ্গেছে, ভেঙ্গেছে নদীর কূল ॥

মুক্তি মিছিল এগিয়ে নিয়েছে
সাথে নিয়ে সবহারা,
মিছিলে মিছিলে তাজুল হয়েছে
আকাশের ধ্রুবতারা।
হৃদয়ে হৃদয়ে বপন করেছি শুভ্র শ্বেত বকুল ॥

রচনাকাল: ৮ ফেব্রুয়ারি ২০১১