১৮৮৬’র পহেলা মে শিকাগোর হে মার্কেটে
শ্রমিকের তাজা খুনে ভেসে গেল খোলা রাজপথ
প্রথম শহীদ হলো মজুর……….
লাল সালাম লাল সালাম
রক্তে ধোওয়া মে তোমায় সালাম ॥
নিপীড়িত জনতার প্রথম ভাঙালো ওরা ঘুম
বিপ্লবী মজুরের হাতে দিল খোলা তলোয়ার
ওরা শিকাগোর মেহনতি মজদুর
ওরা মজদুর দুনিয়ার সাক্ষ্য
ওরা সত্য ওরা ধন্য, ওরা বিপ্লবী পৃথিবীর মন্ত্র।
লং লিভ রেভুলিউশন, লং লিভ লং লিভ
লং লিভ রেভুলিউশন, লং লিভ লং লিভ ॥
শোষকের শৃঙ্খলে প্রথম দিয়েছে ওরা টান
মালিকের মুনাফায় প্রথম হেনেছে পদাঘাত
ওরা পৃথিবীর মেহনতি মজদুর
ওরা মজদুর দুনিয়ার সূর্য
ওরা সত্য ওরা ধন্য, ওরা বিপ্লবী পৃথিবীর মন্ত্র।
লং লিভ রেভুলিউশন, লং লিভ লং লিভ
লং লিভ রেভুলিউশন, লং লিভ লং লিভ ॥