০৬ মার্চ যশোর হত্যাকাণ্ড-এর দুই যুগপূর্তি হয়েছে। এ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। “দুই যুগেও হয় না বিচার, এই লজ্জা ও অপমান কার”– এই শ্লোগানকে ধারণ করে ৪, ৫ ও ৬ মার্চ তিনদিনের এ কেন্দ্রীয় কর্মসূচি পালিত হয় যশোরে। কর্মসূচির শেষ দিন অর্থাৎ ৬ মার্চ সোমবার যশোর টাউন হল ময়দানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে শুরু হয় সমাপনী কর্মসূচি।
বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানায় উদীচী কেন্দ্রীয় সংসদ, যশোর জেলা সংসদ, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা, মাদারীপুর, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলা ও শাখা সংসদের শিল্পী-কর্মীরা। এরপর মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদী মৌন মিছিল নিয়ে যশোর শহর প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে ফিরে আসেন বিভিন্ন জেলা থেকে সমবেত হওয়া উদীচীর শিল্পী-কর্মীরা। এরপর জাতীয় ও সংগঠন সঙ্গীতের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান।
Continue reading যশোর হত্যাকাণ্ডের বিচার না হওয়াতেই দেশে উগ্রবাদের বাড়বাড়ন্ত: যশোর হত্যাকাণ্ডের দুই যুগপূর্তিতে বক্তারা