টাঙ্গাইল উদীচীর আবৃত্তি পরিবেশনা
আবৃত্তি হউক জাগরণের হাতিয়ার এই শ্লোগানকে সামনে রেখে গত ২৬ তারিথ বিকেল ৫ টায় সৈয়দ সাইফুল্লার নির্দেশনায় টাংগাইল জেলা উদীচী উদ্দ্যোগে শহীদ মিনার প্রাঙ্গনে তারুন্যে উজ্জীবিত, উদীয়মান, বিশিষ্ট আবৃত্তিকাদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় “মানুষ জাগবে ফের”। সভাপতিত্ব করেন উদীচীর সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, স্বাগত বক্তব্য রাখেন আবৃত্তি বিভাগর সম্পাদক জান্নাতুল নাঈম তৃষ্ণা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: সুধাময় দাস। টাংগাইলের বিশিষ্ট আবৃত্তিকার ত্ত বিভিন্ন সংগঠনের অংশগ্রহনে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে উঠে।