কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এর মৃত্যুতে উদীচীর শোক

গতকাল (১৫ নভেম্বর) সোমবার রাত নয়টায় রাজশাহী শহরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি লেখালেখি করে গেছেন। একাধারে গল্প, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বাংলা সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তিনি।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক শোকবার্তায় উদীচীর সভাপতি ড. সফিউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, বাংলা সাহিত্য ও প্রগতিশীল আন্দোলনে তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

উদীচীর নেতৃবৃন্দ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

আহ্বায়ক কমিটি হলো যশোরে চৌগাছায়

বার্তা পরিবেশক

উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের উদ্যোগে চৌগাছা উপজেলায় নতুন শাখার আহ্বায়ক গঠিত হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর শনিবার ২৫ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আহবায়ক কমিটি গঠিত

বার্তা পরিবেশক
ওয়ালী উল্লাহ সরকারকে আহবায়ক এবং সমরেন্দ্র আাচার্য শম্ভু, অঞ্জন পুরকায়স্থকে যুগ্ম আহবায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর শনিবার জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

কুলাউড়ায় সংগঠন ও প্রচার বিষয়ক প্র্রশিক্ষণ সম্পন্ন

উদীচী বার্তা প্রতিবেদক

উদীচী মৌলভীবাজার জেলা সংসদের কুলাউড়া শাখায় সাংগঠনিক এবং প্রচার বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল ১৮ সেপ্টেম্বর শুক্রবার কুলাউড়ার রুদ্রবীণা সঙ্গীত বিদ্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সংগঠনের অর্ধশতাধিক কর্মী ও সংগঠক প্রশিক্ষণে অংশ নেন।