ডিজিটাল নিরাপত্তা আইনে আটকদের মুক্তি চেয়ে সমাবেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাসহ নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে এপর্যন্ত গ্রেপ্তার এবং আটক হওয়া সবাইকে ঈদের আগেই মুক্তি দেয়া এবং এই আইন বাতিলের দাবিতে পুরান ঢাকায় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ”-এর ব্যানারে ২৪ জুন ২০২৩, শনিবার, বিকাল ৫টায় বাহাদুর শাহ পার্কের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

অত্যাবশ্যকীয় পরিষেবা বিল নিয়ে আলোচনা সভা

গত ৬ এপ্রিল জাতীয় সংসদে উত্থাপন করা হয় অত্যাবশ্যক পরিষেবা বিল, ২০২৩। প্রস্তাবিত এই বিলকে জনস্বার্থবিরোধী এবং স্বৈরাচারী উল্লেখ করে এটি বাতিলের দাবিতে রাজধানীতে আলোচনা সভা করেছে প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ। ০৮ জুলাই শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর সেগুনবাগিচায় চারণ সাংস্কৃতিক কেন্দ্র-এর কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট-এর সভাপতি, রাজেকুজ্জামান রতন। প্রগতি লেখক সংঘ-এর সহ-সভাপতি জাকির হোসেন-এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আলোচনা করেন সমাজ অনুশীলন কেন্দ্র-এর রঘু অভিজিৎ রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্র-এর জাকির হোসেন, ভাষানী পরিষদ-এর ওমর তারেক চৌধুরী প্রমূখ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

Continue reading অত্যাবশ্যকীয় পরিষেবা বিল নিয়ে আলোচনা সভা

Login & Support

Of the available direct deposit options, working with a payroll service provider is the most efficient and economical way for small businesses to pay their employees. There’s usually no additional charge, whether the employer chooses to use direct deposit or cut checks, and the provider handles the electronic transfers for them. I handle payroll where I work for my day job, and every employee this week has come to me to ask why they haven’t been paid.

adp payroll checks

Hologram Top Blue scallop void Blank Laser Check WLSTK1SVHBL

Just enter the wages, tax withholdings and other information required below and our tool will take care of the rest. Adds powerful capabilities on top of payroll, such as garnishment payment service, SUI management, background checks, and job posting through ZipRecruiter®1. Ensure your people get paid accurately and on time, every time with ADP’s payroll solutions. Electronically transferring funds directly from your company’s account to your employee’s account has become the preferred method of many businesses.

Payroll providers usually include direct deposit as part of their basic service for small businesses with no additional fees. Banks and third-party applications, however, may charge employers per wire transfer per employee. While ADP offers comprehensive payroll solutions, Homebase complements these services by simplifying time tracking, scheduling, and employee management for small businesses. Homebase allows businesses to seamlessly integrate with payroll systems like ADP for a more holistic payroll solution. Different businesses have different payroll workflows, and one size does not fit all when it comes to ADP-compatible checks. At StockChecks, we provide options tailored to suit various operational preferences.

Direct Deposit timing

It offers automated adp payroll checks payroll processing, direct deposit,  tax calculations, and filings. Employers can generate W-2 and 1099 forms, and employees have access to a self-service portal for pay stubs and tax documents. At StockChecks, we offer a comprehensive range of ADP-compatible blank payroll checks designed to meet the diverse needs of businesses of all sizes.

For Financial Advisors

Top-position checks are commonly used by businesses with traditional payroll workflows, while bottom-position checks are preferred by those who use modern payroll software interfaces. Regardless of your chosen format, you can expect consistent quality and precise alignment every time you print. Our security measures also include microprinting, which creates text so small it cannot be reproduced by standard photocopiers or scanners. Additionally, our ADP payroll checks are equipped with toner adhesion technology, preventing printed data from being altered or removed. These combined measures ensure that your payroll documents remain secure from creation to distribution, giving you peace of mind with every transaction. Compatibility isn’t just about convenience; it’s about reducing errors, preventing misprints, and ensuring that your payroll operations remain compliant with financial standards.

Employers, however, must keep payroll records for the specific lengths of time mandated by federal and state governments. Both employees and employers pay 1.45% for Medicare and 6.2% for Social Security. The latter has a wage base limit of $176,100, which means that after employees earn that much, the tax is no longer deducted from their earnings for the rest of the year. Those with high income may also be subject to Additional Medicare tax, which is 0.9%, paid for only by the employee, not the employer.

  • OnPay vs Paychex FlexPaychex Flex is designed for businesses looking for comprehensive HCM solutions.
  • As it applies to employment, direct deposit is the electronic transfer of net pay from an employer’s financial institution to an employee’s personal bank account.
  • Read the HR trends guide to know what to be on the lookout for — and what you can do about it.
  • This means you can print payroll checks without worrying about formatting issues, misaligned fields, or wasted supplies.

That’s why we offer a variety of check styles and colors to match your branding or internal requirements. In a payroll, you can select the period start & end dates (will prepopulate based on pay frequency). The Cash Denominations report includes the cash breakdown for each employee. Use it to determine how much of each denomination to pay your cash employees. If you enter the same pay data every pay period, you can process your payroll automatically with RUN & Done. Our checks are guaranteed to be accepted by your bank, and surpass bank recommendations for security.

Email checks to employees

Employees can view their pay details, including deductions and taxes, through ADP’s online portal or mobile app. Direct deposit benefits all employers, but it’s especially valuable to small businesses that may be operating on a tight budget. When employers distribute paychecks, they have little control over when employees deposit or cash them. This can cause a cash shortage if the employees withdraw funds at a time when rent, utilities or other expenses are due.

The services are provided by an independent third party and not provided by ADP and ADP is not responsible for such third party’s products or services. The course of action depends on the reason for the missed or late paycheck. Honest mistakes can usually be addressed by contacting the employer’s HR department. You can set up multiple pay frequencies for your company, and assign them to employees or contractors as necessary. If the employee has existing direct deposit accounts, click Add Another Deposit. You must finish setting up the General Ledger feature before we can process your RUN & Done payrolls for you.

  • If your employer has provided you with online access, you can access your pay statements and W-2s at signin.adp.com.
  • Paychex Flex is a cloud-based human capital management (HCM) platform that offers payroll, HR, and benefits services.
  • RUN & Done will process payrolls with a preview date that’s on or after today.

Before exploring how to make the switch, it helps to understand direct deposit and the benefits it offers. Not long ago, physical checks or cash were the only options for paying employees. The most common methods of payroll payments to employees are direct deposit, prepaid debit cards or paper check. In this context, “ADP check” typically refers to the paycheck issued to employees through ADP’s payroll platform. These checks can either be paper checks or, more commonly, direct deposits, depending on the employer’s preferences.

Whether you’re looking for traditional designs or something that aligns with your company’s branding, we have a variety of options to meet your needs. Sign up for Homebase today to streamline time tracking, scheduling, and payroll integration—making it easier to manage your team and pay them accurately every time. RUN & Done will process payrolls with a preview date that’s on or after today. If you have outstanding payrolls with preview dates in the past, you must either delete them or process them yourself. However, they must remember to record it in their payroll system so the wages paid are reflected on the employee’s Form W-2.

A payroll check is a printed document that employers can use to compensate employees for their work. The employees on the receiving end can either cash the check or deposit it in their bank account. For many years before the advent of electronic pay, this was the primary way workers were paid.

An ADP check refers to a paycheck issued through ADP, a well-known provider of payroll and human resources services. Paychex Flex is a cloud-based human capital management (HCM) platform that offers payroll, HR, and benefits services. It includes payroll processing, time and attendance tracking, benefits administration, and employee management tools. The platform supports automatic tax filings, provides self-service employee access to pay and tax documents, as well as 24/7 customer support. Paychex Flex is used by businesses of various sizes and can integrate with other systems.

Payroll processing is one of the most critical operations in any business. Accuracy, timeliness, and security are non-negotiable when it comes to managing employee wages and financial transactions. ADP-compatible payroll checks play a crucial role in this process, and at StockChecks, we take pride in being a reliable provider of high-quality ADP payroll check stock. Our checks are designed with precision to integrate seamlessly with ADP payroll software, ensuring smooth transactions, accurate data printing, and reduced risk of human error. SurePayroll provides online payroll services for small businesses and household employers, including nanny and caregiver payroll.

Depending on the type of benefit and the regulations that apply to it, the deduction may be pretax or post-tax. Pretax is more advantageous to employees because it lowers the individual’s taxable income. Some have specific requirements about the information that has to be included on the pay statement and when it must be delivered to employees.

মঙ্গল শোভাযাত্রা বন্ধে আইনি নোটিসের প্রতিবাদ

মঙ্গল শোভাযাত্রা বন্ধে আইনি নোটিসের প্রতিবাদ উদীচীর:
সব ষড়যন্ত্র রুখে মঙ্গল শোভাযাত্রায় মানুষের ঢল নামানোর আহ্বান

বাঙালির পহেলা বৈশাখ, বাংলা বর্ষবরণ উৎসবের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা। বহু বছর ধরে রাজধানীসহ দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলা শহরে বর্ণাঢ্য আয়োজনে রঙ্গিন এ শোভাযাত্রায় অংশগ্রহণের মাধ্যমে সকল অশুভ, অকল্যাণকর, কূপম-ুকতাকে দূরীভূত করার আহ্বান জানায় অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ বাংলার আপামর জনসাধারণ। নানা সময়ে নানাভাবে এ শোভাযাত্রাসহ বাংলা বর্ষবরণ আয়োজনকে বন্ধ করা বা সঙ্কুচিত করার ষড়যন্ত্র হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার নতুন এক চক্রান্ত শুরু হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, কোন এক আইনজীবী মঙ্গল শোভাযাত্রা বন্ধের জন্য আইনি নোটিস পাঠিয়েছেন। একে সংবিধানের সাথে সাংঘর্ষিক, একটি বিশেষ ধর্মের সাথে সম্পর্কযুক্ত বলে উল্লেখ করাসহ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুসৃত ধর্মের জন্য অবমাননাকর বলেও দাবি তার। এ ধরনের অমূলক এবং ভিত্তিহীন আইনি নোটিস প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক প্রতিবাদলিপিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, উদীচী দৃঢ়ভাবে বিশ^াস করে এই আইনি নোটিস প্রদান মূলত বাংলা বর্ষবরণ আয়োজনকে বাধাগ্রস্ত করার জন্য মৌলবাদী, ধর্মান্ধ গোষ্ঠীর যে ধারাবাহিক অপচেষ্টা তারই অংশমাত্র।

বিবৃতিতে উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, যে ব্যক্তি ‘মঙ্গল’ শব্দটিকে কোন একটি বিশেষ ধর্মের শব্দ বলে আখ্যায়িত করতে পারেন তিনি যে আবহমান বাঙলার ঐতিহ্যবাহী অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেন না তা স্পষ্টভাবেই বোঝা যায়। আর এমন চিন্তাধারা সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশের সংবিধানের চার মূলনীতির চেতনার সাথেও অসামঞ্জস্যপূর্ণ। তাই এই আইনি নোটিস প্রদানের মাধ্যমে প্রকৃতপক্ষে ওই আইনজীবীই রাষ্ট্রবিরোধী কাজ করেছেন বলে মনে করে উদীচী। অবিলম্বে ওই আইনজীবীকে শাস্তির আওতায় আনা এবং তার আইনজীবী সনদ বাতিলের দাবি জানিয়েছে উদীচী।

রাজধানী ছাড়াও যশোর, বরিশালসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে উদীচীর উদ্যোগে অপরাপর প্রগতিশীল রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোকে সাথে নিয়ে বহু বছর ধরে মহাসমারোহে বাংলা বর্ষবরণ উৎসব উদযাপন হয়ে আসছে বলে বিবৃতিতে উল্লেখ করেন অধ্যাপক বদিউর রহমান ও অমিত রঞ্জন দে। তারা জানান, এবছরও সে আয়োজন শুধু অব্যাহতই থাকবে না, বরং তার ব্যপ্তি আরো বৃদ্ধি পাবে। যতো বাধাই আসুক, বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি রক্ষার সে পথ থেকে উদীচীকে সরানো যাবে না। কোন ধর্মান্ধ, মৌলবাদী অপশক্তির চক্রান্তের কাছে মাথা নত করে বাংলার সাধারণ মানুষ এদেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব পালন থেকে কখনোই পিছিয়ে আসবে না বলেও বিবৃতিতে উল্লেখ করেন উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়া, এ বিষয়ে সব প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনকে সোচ্চার ভূমিকা পালনের আহ্বানও জানিয়েছেন তারা।

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো উদীচী


বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে গান, আবৃত্তি, নাচের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। জাতির সূর্য সন্তানদের হত্যার দিন, ১৪ ডিসেম্বর বুধবার বিকাল ৫টায় উদীচী চত্বরে (১৪/২, তোপখানা রোড, জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) আয়োজন করা হয় স্মরণ অনুষ্ঠান। শুরুতেই “আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে” এবং “মুক্তির মন্দির সোপান তলে” গান দুটি সমবেতভাবে পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Continue reading শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো উদীচী