উদীচী গোপালগঞ্জ জেলা সংসদের পরিবেশনায় নকশী কাঁথার মাঠ
বাংলা সাহিত্যের অমর কাহিনী কাব্য, পল্লীকবি জসিমউদ্দিন রচিত “নকশী কাঁথার মাঠ” মঞ্চায়ন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, গোপালগঞ্জ জেলা সংসদ। গত ১৯ ডিসেম্বর সন্ধা ৭টায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হয় এ গীতি নৃত্যনাট্য।
২৮ ডিসেম্বর ঢাকায় উদ্বোধন হয়েছে মেট্রোরেল, যা বাংলাদেশের যোগাযোগ খাতের জন্য নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য অর্জন। মেট্রোরেল চালু হওয়ায় ঢাকার গণপরিবহন ব্যবস্থার সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু, এরই মধ্যে মেট্রোরেলের যে ভাড়া তালিকা নির্ধারণ করা হয়েছে তা অযৌক্তিক এবং অস্বাভাবিক বলে মনে করে উদীচী।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা বিভাগীয় কমিটির আয়োজনে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় সাংগঠনিক কর্মশালা। গত ০২ ডিসেম্বর শুক্রবার মানিকগঞ্জ জেলা সংসদের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় গাঙ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ কর্মশালা। ওইদিন সকাল ১১টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করা হয়। এরপর উদীচীর সংগঠন সঙ্গীত “আরশির সামনে একা একা দাঁড়িয়ে” এবং গণসঙ্গীত “নোঙর তোলো তোলো, সময় যে হোলো হোলো” পরিবেশন করেন উদীচী মানিকগঞ্জ জেলা সংসদের শিল্পীরা। এরপর উদীচী ঢাকা বিভাগীয় কমিটি-১ এর আহবায়ক শিবাণী ভট্টাচার্য্য-এর সভাপতিত্বে শুরু হয় সাংগঠনিক কর্মশালার উদ্বোধনী আলোচনা পর্ব।
বক্তব্য রাখছেন শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর সন্তান আসিফ মুনির তন্ময়
বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে গান, আবৃত্তি, নাচের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। জাতির সূর্য সন্তানদের হত্যার দিন, ১৪ ডিসেম্বর বুধবার বিকাল ৫টায় উদীচী চত্বরে (১৪/২, তোপখানা রোড, জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) আয়োজন করা হয় স্মরণ অনুষ্ঠান। শুরুতেই “আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে” এবং “মুক্তির মন্দির সোপান তলে” গান দুটি সমবেতভাবে পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
গত ৪ নভেম্বর ২০২২ উদীচী চুয়াডাঙ্গার আয়োজনে খুলনা বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক সুখেন রায়ের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম । সভায় ইকরামুল কবীর ইল্টু ও কে এম শরিফকে যুগ্ম আহ্বায়ক ও সাজ্জাদুর রহমান খান বিপ্লবকে সদস্য সচিব করে ৪৩ সদস্য বিশিষ্ট বিভাগীয় কমিটি গঠিত হয়।