বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হলো চারুকলা বিষয়ক আর্টক্যাম্প। গত ১৫ ও ১৬ মে- ২০১৫ মানিকগঞ্জের ভালকুঠিয়ায় আয়োজিত দু’দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন দেশের প্রখ্যাত পটশিল্পী রঘুনাথ চক্রবর্তী। উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী আব্দুল মান্নান, শিল্পী আলপ্তগীন তুষার, নাট্যজন ও উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শংকর সাওজাল, উদীচীর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য ও শিল্পী কিরীটি রঞ্জন বিশ্বাস। উদীচীর কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলা বিষয়ক সম্পাদক প্রদীপ ঘোষের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আর্ট ক্যাম্প প্রস্তুতি কমিটির আহবায়ক কিরীটি রঞ্জন বিশ্বাস বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষের অনুষ্ঠানমালার অংশ হিসেবে উদীচী মানিকগঞ্জের বানিয়াজুরি এলাকার একটি প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষের জীবনের সাথে যুক্ত হওয়ার লক্ষ্যে এ ক্যাম্প আয়োজন করেছে। গ্রামের শিশুরাও যেন এ শিল্পীদের ছবি আঁকতে দেখে অথবা তাদের সাথে ছবি আঁকার মাধ্যমে তাদের চিন্তাকে প্রকাশ করতে পারে- সেটিই উদীচীর লক্ষ্য। তিনি আরো বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন মানুষের মাঝে ঘুরে বেড়াতেন বলেই তাঁর চিত্রে মানুষের মানচিত্রকে খুঁজে পাওয়া যায়। কখনো ক্ষুধিত মানুষ, কখনো শ্রম মুখরতা আবার কখনো নিসর্গ। উদ্বোধনী পর্বে পটশিল্পী রঘুনাথ চক্রবর্তী, শিল্পী আব্দুল মান্নান, আলপ্তগীন তুষার ও কিরীটি রঞ্জন বিশ্বাসকে নতুন গামছা ও একশত এক টাকা গুরুদক্ষিণা দিয়ে শিক্ষার্থীরা তাদের ছবি আঁকা শুরু করেন। সারাদেশ থেকে আগত উদীচীর ৪০ জন চারু শিল্পী ক্যাম্পে অংশ নেন।
উদ্বোধনের পর অংশগ্রহণকারী শিল্পীরা টানা দু’দিন ধরে গ্রামীণ জনপদের নিসর্গে মিশে যান। এ সময়ের মধ্যে তারা এঁকেছেন অসংখ্য ছবি। বরেণ্য শিল্পী ও শিক্ষার্থীরা মিলে মানব মুক্তির সংগ্রামে শিল্প আন্দোলনকে অগ্রসর করে নেয়ার ঘোষণা দেন। উদীচীর কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলা বিভাগ আয়োজিত ক্যাম্পের পাশাপাশি একই সময় মানিকগঞ্জ জেলা উদীচী আয়োজন করে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষের অনুষ্ঠানমালার অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় গত ১৬ মে সন্ধ্যায় মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উপর উদীচী নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র “ম্যাডোনা-৪৩”-এর উন্মুক্ত প্রদর্শনীর মাধ্যমে সমাপ্ত হয় আর্ট ক্যাম্প।