সেকুলার সংস্কৃতি: সৈয়দ আজিজুল হক

সংস্কৃতি বিষয়ে মোতাহের হোসেন চৌধুরীর এক বাক্যের বিশ্লেষণাত্মক বক্তব্যটি কিংবদন্তিতুল্য, চিরায়ত কালের আবেদনবাহী। কথাটি এরকম: ‘ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত, মার্জিত লোকের ধর্ম।’ কালচার্ড বা সংস্কৃতিবান হওয়ার মধ্যে আত্মিক পরিশুদ্ধি অর্জনের বিষয়টি গভীরভাবে বিজড়িত। সংস্কৃতির কাজ হলো, মানুষের চেতনাকে প্রতিনিয়ত পরিমার্জিত করা, পরিশীলিত করা, উন্নত অভিরুচিতে মণ্ডিত করা। সংস্কৃতিবান হওয়ার মধ্যে রয়েছে মানবিক বোধের জাগরণ, মনুষ্যধর্মের নিরবচ্ছিন্ন বিকাশসাধন। অন্য প্রাণী থেকে আমরা মানবপ্রজাতি যে অনন্য স্বাতন্ত্র্যময় বৈশিষ্ট্যটি ধারণ করি তা হলো, রূপগত দিক থেকে মনুষ্য-আকারের অন্তরালে অন্তর্গতভাবে আমরা দ্বিবিধ সত্তার অধিকারী।

Continue reading সেকুলার সংস্কৃতি: সৈয়দ আজিজুল হক

উদীচী খুলনা বিভাগীয় কমিটি গঠিত

গত ৪ নভেম্বর ২০২২ উদীচী চুয়াডাঙ্গার আয়োজনে খুলনা বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক সুখেন রায়ের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম । সভায় ইকরামুল কবীর ইল্টু ও কে এম শরিফকে যুগ্ম আহ্বায়ক ও সাজ্জাদুর রহমান খান বিপ্লবকে সদস্য সচিব করে ৪৩ সদস্য বিশিষ্ট বিভাগীয় কমিটি গঠিত হয়।