সঙ্গীতের কথা
মহেঞ্জোদাড়ো-তে নৃত্যভঙ্গিতে নারীমূর্তি ও সঙ্গীতবাদ্যাদির চিহ্ন পাওয়া গেলে প্রমাণ হয় প্রাক-ঐতিহাসিক যুগ থেকেই এই উপমহাদেশে সঙ্গীত-চর্চা হয়ে আসছে। তবে তখনও বহিঃসংস্কৃতির প্রভাব লক্ষ্য করা গেছে। অর্থাৎ সংস্কৃতি নিরঙ্কুশ নয়, তাই সংস্কৃতিতে-সংস্কৃতিতে মিলন হয়,-তাকেই বলে সংস্কৃতি-সম্পূরণ। যেমন ভাষায়, তেমন সঙ্গীতে, তেমন অন্যান্য ক্ষেত্রেও। Continue reading সঙ্গীত ও রবীন্দ্রনাথ: ড. মনিরুজ্জামান