লোকজ সুরের মূর্ছনায় ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠার ৫৬তম বার্ষিকী উদযাপন করলো দেশের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম এ সাংস্কৃতিক সংগঠন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এ উপলক্ষে ২৯ অক্টোবর মঙ্গলবার, বিকাল ৫টায় কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজন করা হয় বাউল ও মরমী গানের অনুষ্ঠান। “মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি” শ্লোগান নিয়ে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এসময় জাতীয় সঙ্গীত ও সংগঠন সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।
Continue reading উদীচীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী