Casinochan Casino

Content

Contained in the grapefruit points located at gambling establishment matches, running costs, ads, privateness or anything else. Your CasinoChan Modern australia gambling house is as well happened to run away from home. A fabulous hometown software to get Android and iOS isn’t really specified during a application form shops. However, you can step towards excitement of your spherical during a hour or so using a visitor-according website use, no matter neighborhood. Continue reading Casinochan Casino

শিল্পকলায় নাটক বন্ধের নিন্দা উদীচীর

সংস্কৃতি চর্চার মুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি

গুটিকয়েক মানুষের বিক্ষোভের মুখে শিল্পকলা একাডেমিতে নাটকের প্রদর্শনী বন্ধ করে দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, এ ঘটনার মাধ্যমে দেশে সংস্কৃতি চর্চার পরিবেশকে বাধাগ্রস্ত করা হলো।

Continue reading শিল্পকলায় নাটক বন্ধের নিন্দা উদীচীর

উদীচীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

লোকজ সুরের মূর্ছনায় ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠার ৫৬তম বার্ষিকী উদযাপন করলো দেশের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম এ সাংস্কৃতিক সংগঠন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এ উপলক্ষে ২৯ অক্টোবর মঙ্গলবার, বিকাল ৫টায় কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজন করা হয় বাউল ও মরমী গানের অনুষ্ঠান। “মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি” শ্লোগান নিয়ে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এসময় জাতীয় সঙ্গীত ও সংগঠন সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।

Continue reading উদীচীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী