শেরপুর উদীচীর সম্মেলন অনুষ্ঠিত
২ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে উদীচী শেরপুর জেলা সংসদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় সম্মেলন উদ্ভোধন করেন লেখক ও গবেষক অধ্যাপক আবু তাহের। জাতীয় সঙ্গিতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলন উদ্ভোধনের পর বর্নাট্ট র্যলি নিয়ে শহরের গুর্ুত্বপূর্ন সড়ক প্রদক্ষিক করেন।
এর পর অধ্যাপক তপন সারওয়ারের সভাপপতিত্বে আলোচনাসভা শেষে সম্মেলন উপলক্ষে প্রকাশিত সু্যভেনির মোড়ক উন্মোচন করা হয়।
সম্মেলনের নির্বাচনি অধিবেশনে সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদি ৩৭ সদস্যের কমিটির সদস্যদের নাম ঘোষনা করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক তপন সারওয়ার। সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন রীতেশ কর্মকার। জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন সাবেক সাধারন সম্পাদক আবু হান্নান।