উদীচী বার্তা প্রতিবেদক :
উদীচী মানিকগঞ্জ জেলা সংসদের কার্যালয়ে তল্লাশির নামে রহস্যজনক আচরণ করেছে পুলিশ। এ সময় অযাচিতভাবে জেলা সংসদ নেতাদের সঙ্গে অশোভন আচরণও করে দায়িত্বরত অফিসার। গত ৯ সেপ্টেম্বর রাতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর মানিকগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশের এমন অপেশাদার ও সৌজন্যবালাইহীন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন সংস্কৃতি অঙ্গনের নেতারা। ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও উদীচীর কর্মী শুভানুধ্যায়ীরা। এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন ওই ঘটনার যথাযথ কারণ দেখাতে পারেননি।