মহান মে দিবসে প্রতিবাদী সংগঠনসমূহের অনুষ্ঠান

শ্রমিক শ্রেণির রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান

শ্রমিক শ্রেণির রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে সার্বিকভাবে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতারা। মহান মে দিবসে বিকাল ৫টায় শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতিধন্য রায়েরবাজার বধ্যভূমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তারা।

প্র্রগতি লেখক সংঘের কোষাধ্যক্ষ দীনবন্ধু দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে গণসঙ্গীত পরিবেশন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। এরপর দলীয় গণসঙ্গীত পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সঙ্গীত বিভাগের শিল্পীরা।

এরপর শুরু হয় আলোচনা পর্ব। এ পর্বে বক্তব্য রাখেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদব জাকির হোসেন, বিবর্তন-এর সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু, সমাজ চিন্তা ফোরাম-এর সভাপতি কামাল হোসেন বাদল এবং সমাজ অনুশীলন কেন্দ্র-এর সংগঠক রঘু অভিজিৎ রায়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গণসঙ্গীত পরিবেশন করেন বিবর্তন, গীতিআলেখ্য পরিবেশন করেন প্রগতি লেখক সংঘ এবং নাটক “ঝাঁজ” পরিবেশন করে উদীচী কেন্দ্রীয় নাটক বিভাগ। এছাড়া, গণসঙ্গীত পরিবেশন করেন এইচকে দেবনাথ, মীর সাখাওয়াত হোসেন, সুস্মিতা কীর্তনিয়া এবং অভিজিৎ পাল।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *