ভাষাসংগ্রামী, শিক্ষাবিদ, নজরুল গবেষক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
এক শোকবার্তায় উদীচীর সভাপতি ড. সফিউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, নজরুল গবেষণা, ভাষা আন্দোলন ও বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাস রচনায় অধ্যাপক রফিকুল ইসলামের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
উদীচীর নেতৃবৃন্দ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।