জেলা সংসদের সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র দাশ কর্মশালার শুভসূচনা করেন। সূচনাপর্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক জহির উদ্দিন বাবর, লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক জাহাঙ্গীর হোসেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তিকার ও কেন্দ্রীয় সংসদের আবৃত্তি সম্পাদক মিজানুর রহমান সুমন। কেন্দ্রীয় প্রচার সম্পাদক আরিফ নূর ও কেন্দ্রীয় সংসদ সংসদের সদস্য মৌমিতা জান্নাত।
আবৃত্তি ও প্রচার নিয়ে দুটি অধিবেশনে এই কর্মশালা পরিচালিত হয়। দিনব্যাপী এই আয়োজনে জেলা সংসদ এবং অন্তর্ভুক্ত শাখা সংসদ থেকে মোট ৩৫ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থীকে প্রত্যয়নপত্র প্রদান করেন কেন্দ্রীয় প্রশিক্ষকগণ। ২য় অধিবেশন শেষে একটি সম্মিলিত আনন্দ ভ্রমণের মাধ্যমে আয়োজনের পরিসমাপ্তি ঘটে। কর্মশালা ব্যবস্থাপনায় ছিলেন জেলা উদীচীর আবৃত্তি সম্পাদক মৈত্রী দত্ত।
উদীচী বার্তা/ আরএম