কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী যশোর জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু, উপদেষ্টা এ্যাড. আবুল হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কাজী শাহেদ নওয়াজ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কবি-সাহিত্যিক, শিক্ষাবিদ,সাংবাদিকসহ চৌগাছা উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনের পর দুপুরে চৌগাছা উপজেলার প্রাথমিক শিক্ষক ভবন মিলনায়তনে আলোচনাপর্ব শুরু হয় যা শেষ হয় বিকাল সাড়ে পাঁচটায়। আলোচনা পর্ব শেষে ২৫ সদস্যের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। সব শেষে নতুন কমিটির শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
উদীচী বার্তা / আরএম