দেশ গেল দেশ গেল বলে কত নিতাই চিৎকার পাড়ে

কথা: সিদ্দিক মোল্লা

দেশ গেল দেশ গেল বলে কত নিতাই চিৎকার পাড়ে
ওই নিতাই সংসদে যাইয়া নিজে নিজের ঝুলি ভরে
দেশ গেল দেশ বলে কত নিতাই চিৎকার পাড়ে
হাইরে সোনার বাংলাদেশে গরীব কেন না খাইয়া মরে
ন্যায্য কথা কইলে পরে ধনীর মাথা গরম করে
দেশ গেল দেশ গেল বলে কত নিতাই চিৎকার পাড়ে
গরীব দুঃখীর ভোটটা নিয়া মন্ত্রী মিনিস্টার হয়া
এখন দেখি বুক ফুলাইয়া লম্বা লম্বা কথা বলে
বৃটিশ যায় পাকিস্তান এলো ভাগ্য বদল না হইলো
স্বাধীনতা চল্লিশ বছর গরীব কিছু পাইলো নারে
দেশ গেল দেশ গেল বলে কত নিতাই চিৎকার পাড়ে
পাগল সিদ্দিক ভেবে বলে জোট বাঁধো ভাই দলে দলে
কৃষক শ্রমিক ছাত্র মিলে সাম্য শান্তি আনতে হবে
দেশ গেল দেশ গেল বলে কত নিতাই চিৎকার পাড়ে।

ওরা লম্বা লম্বা কথা বলে নিজের স্বার্থ ছাড়ে না

কথা: সিদ্দিক মোল্লা

ওরা লম্বা লম্বা কথা বলে নিজের স্বার্থ ছাড়ে না
ওদের পিছে ঘুরলে মোদের মুক্তি হবে না।
ওরা রাতে করে কালো বাজারী দিনে গরীবের কথা বলে
তবু আমরা সবাই ওদের পিছে যাই ছুটে দলে দলে
আমরা রক্ত দিয়ে ওদের বাঁচায় ওরা সেটাও মনে রাখে না।
ওদের পিছে ঘুরলে মোদের মুক্তি হবে না।
ওদের উপর দিয়ে ভীষণ ফিটফাট দেখতে লাগে যেন চমৎকার
কিন্তু ভেতর দিয়ে হয় সদরঘাট দুঃখ কষ্ট হাহাকার
এই সব রংচং দেখে ভূলে গেলে দুঃখ মোদের যাবে না
ওদের পিছে ঘুরলে মোদের মুক্তি হবে না।
এবার নিজের পায়ে দাঁড়াও সবে
তাতে পাওটা তোমার শক্ত হবে
এই সমাজ নামের নৌকটারে ঠিক পথে চালাতে হবে
নৌকোর হাল থাকিলে ওদের হাতে
সে নৌকো তোমার কথায় চলবে না
ওদের পিছে ঘুরলে মোদের মুক্তি হবে না।

আমরা পিরিত করি কার সাথে (ও ভাই)

কথা: সিদ্দিক মোল্লা

আমরা পিরিত করি কার সাথে (ও ভাই)
যে খায় আমার রক্ত চুষে প্রেম চলে কি তার সাথে
আমরা পিরিত করি কার সাথে।
বাদুরে সুপরি খায় চুষিয়া চুষিয়া
ধনীরা গরীবদের খায় তেমনই চুষিয়া (২)
ধনী গরীব এই ব্যবধান দেখতে পায় সমাজেতে
আমরা পিরিত করি কার সাথে।
মানুষে মুরগী পোষে যতনো করিয়া
অবশেষে খাই তারে জবাইও করিয়া
ধনীরা তেমনি খায় দেখতে পাই এই জগতে
আমরা পিরিত করি কার সাথে।
পাগল সিদ্দিক ভেবে বলে গরীব দুঃখী ভাই
এই রক্ত চুষার সমাজ ভেঙ্গে শান্তির সমাজ চাই
এবার গরীব দুঃখী সবাই মিলে জোট বাঁধ ভাই এক সাথে
আমরা পিরিত করি কার সাথে
যে খায় আমার রক্ত চুষে প্রেম চলে কি তার সাথে
আমরা পিরিত করি কার সাথে।