সর্বস্তরে বাংলা চর্চা ছড়ানোর প্রত্যয় নিয়ে উদীচীর একুশ উদযাপন

Udichi 01মাতৃভাষার সম্মান রক্ষা এবং সর্বস্তরে বাংলা ভাষা চর্চা জোরদার করার লক্ষ্য নিয়ে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। অমর একুশে উপলক্ষে গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উদীচী চত্বর (জাতীয় প্রেসক্লাবের বিপরীতে)-এ উদীচী ঢাকা মহানগর সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয় শহীদদের স্মৃতির প্রতি নিবেদিত “রক্ত শপথে তোমায় স্মরণ করি” শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে দু’টি দলীয় সঙ্গীত পরিবেশন করেন ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। তারা পরিবেশন করেন “ঘুমের দেশে ঘুম ভাঙাতে ঘুমিয়ে গেলো যারা” এবং “মুক্তির মন্দির সোপান তলে” গান দু’টি। এরপর উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি নিবাস দে-এর সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। এতে অংশ নেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, সহ-সভাপতি মাহমুদ সেলিম, উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান ইকবাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন।

আলোচনা সভার পর দলীয় সঙ্গীত পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদসহ বিভিন্ন শাখার শিল্পীরা। এছাড়াও, ছিল দলীয় নৃত্য এবং একক ও বৃন্দ আবৃত্তি। এছাড়া, মুনীর চৌধুরী রচিত ‘কবর’ নাটকটির পাঠাভিনয় পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের নাটক বিভাগের শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *