রবি নিয়োগীর পুরো নাম রবীন্দ্র চন্দ্র নয়িোগী, যনিি ‘বপ্লিবী রবি নিয়োগী’ নামইে জন-মানুষরে কাছে কংিবদন্তীতুল্য। তাঁর জন্ম বাংলা ১৩১৬ সালরে ১৬ বশৈাখ, ইংরজেি ১৯০৯ সালরে ২৯ এপ্রলি শরেপুররে এক বখ্যিাত জমদিার পরবিার।ে বাড়রি নাম ‘নয়িোগী লজ’। তাঁর পতিার নাম রমশে নয়িোগী ও মাতা সুরবালা নয়িোগী। রবি নয়িোগীরা ছলিনে ১১ ভাইবোন। পতিা রমশে নয়িোগী পারবিারকি র্কমকাণ্ড পরচিালনার পাশাপাশি শরেপুররে সাংস্কৃতকি র্কমকাণ্ডে ব্যাপক অবদান রাখনে। শরেপুররে একটি পাঠাগার পরচিালনায় তনিি র্দীঘদনি অবদান রাখনে।
রবি নিয়োগীর শক্ষিা জীবন শুরু হয় শরেপুর ভক্টিোরয়িা একাডমেতি।ে পরে তনিি সখোন থকেে গোবন্দিপুর পসি মমেোরয়িাল-এ র্ভতি হন। ১৯২৬ সালে সখোন থকেইে তনিি মট্রেকিুলশেন পাশ করনে। স্কুলে পড়ার সময় মাত্র ১১ বছর বয়সইে রবি নয়িোগী খলোফত আন্দোলনে যুক্ত হয়ে পড়নে। তাঁর ভাই মণীন্দ্র চন্দ্র নয়িোগী, যার ডাক নাম মন,ি তনিি ছলিনে গোপন বপ্লিবী দল অনুশীলন সমতিরি সদস্য। Continue reading কমরেড রবি নিয়োগী

২৪ ডিসেম্বর শনিবার সকালে দু’টি প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে শুরু হয় সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের সাংগঠনিক অধিবেশন। এরপর উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সম্মেলনের ঘোষণা পাঠ করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সাধারণ প্রস্তাব উত্থাপন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম এবং সাংগঠনিক প্রস্তাব উত্থাপন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের প্রচার বিষয়ক সম্পাদক কংকন নাগ। দেশের বিভিন্ন স্থান থেকে আগত উদীচী’র প্রতিনিধি ও পর্যবেক্ষকদের আলোচনা ও পর্যালোচনা শেষে এসব প্রস্তাব গৃহীত হয়।