রায়ের বাজারে উদীচীর আহবায়ক কমিটি গঠিত
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রায়ের বাজার শাখা পুনর্গঠনের লক্ষ্যে এক সভা গত ২৯ জুলাই রায়ের বাজারস্থ জাফরাবাদ প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উদীচী ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি নিবাস দে ও সহ-সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। সভায় বিশ্বজিৎ অধিকারীকে আহবায়ক এবং অখিল পাল ও আশরাফুল আলম প্রধান মানিককে যুগ্ম আহবায়ক করে ৭ সদস্যের একটি কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন রিনি চৌধুরী, মনিরুল আহসান জুয়েল, আরিফুল হক রোকন, আরিফুল হক প্রমুখ।