গুটিকয়েক মানুষের বিক্ষোভের মুখে শিল্পকলা একাডেমিতে নাটকের প্রদর্শনী বন্ধ করে দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, এ ঘটনার মাধ্যমে দেশে সংস্কৃতি চর্চার পরিবেশকে বাধাগ্রস্ত করা হলো।
লোকজ সুরের মূর্ছনায় ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠার ৫৬তম বার্ষিকী উদযাপন করলো দেশের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম এ সাংস্কৃতিক সংগঠন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এ উপলক্ষে ২৯ অক্টোবর মঙ্গলবার, বিকাল ৫টায় কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজন করা হয় বাউল ও মরমী গানের অনুষ্ঠান। “মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি” শ্লোগান নিয়ে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এসময় জাতীয় সঙ্গীত ও সংগঠন সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।
শ্রমিক শ্রেণির রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে সার্বিকভাবে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতারা। মহান মে দিবসে বিকাল ৫টায় শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতিধন্য রায়েরবাজার বধ্যভূমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তারা।
প্র্রগতি লেখক সংঘের কোষাধ্যক্ষ দীনবন্ধু দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে গণসঙ্গীত পরিবেশন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। এরপর দলীয় গণসঙ্গীত পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সঙ্গীত বিভাগের শিল্পীরা।
গান, নাচ, আবৃত্তি, স্মৃতিচারণের মাধ্যমে বরেণ্য সংস্কৃতিজন, কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সঙ্গীত গুরু এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি কলিম শরাফী-এর শততম জন্মবার্ষিকী উদযাপন করলো উদীচী। এ উপলক্ষে গত ০৮ মে ২০২৪; ২৫ বৈশাখ ১৪৩১, বুধবার বিকাল সাড়ে ৫টায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে উদীচী আয়োজন করে আনন্দ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে কলিম শরাফী-এর জীবনী নিয়ে নিশাদ হোসেন রানা নির্মিত প্রামাণ্যচিত্র “পথে পথে দিলাম ছড়াইয়া” প্রদর্শন করা হয়। এরপর উদীচী কলিম শরাফী-এর জীবনী পাঠ করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বেলায়েত হোসেন। এরপর “আকাশ ভরা সূর্য তারা” গানটির সাথে একক নৃত্য পরিবেশন করেন নেওয়াজ মৃন্ময় রহমান। এরপর উদীচী কেন্দ্রীয় সংসদের সঙ্গীত বিভাগের শিল্পীরা পরিবেশন করেন দু’টি সমবেত সঙ্গীত। তারা পরিবেশন করেন “অবাক পৃথিবী অবাক করলে তুমি” এবং “থেমো না, থেমো না” গান দুটি।
নারী-পুরুষের মতো তৃতীয় লিঙ্গের মানুষেরও সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধাসহ বাঁচার অধিকার আছে। নতুন প্রণীত শিক্ষাক্রমের সপ্তম শ্রেণির বইয়ে থাকা ‘শরীফ-শরীফা গল্প’ নামক লেখাটি বাদ দিতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশের প্রতিবাদে উদীচী আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ কথা বলেছেন বক্তারা। ১৮ মে শনিবার বিকাল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করে উদীচী।