আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় নাটক বিভাগ আয়োজিত তিন মাসব্যাপী প্রযোজনাভিত্তিক অভিনয় বিষয়ক নিয়মিত কর্মশালা। এবার এ কর্মশালার দ্বাদশ আবর্তন। কর্মশালায় আবেদনের জন্য আগামী ১৪ মার্চ পর্যন্ত উদীচী’র কেন্দ্রীয় কার্যালয় (১৪/২, তোপখানা রোড, জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। এছাড়া, জাতীয় নাট্যশালার চিলেকোঠা শাহবাগের আজিজ সুপার মার্কেটের অভিক প্রকাশ এবং চারুপ্রাঙ্গন (দোকান নং: ৩১১, মেসবাহউদ্দিন প্লাজা, নিউ সার্কুলার রোড, মৌচাক, ঢাকা) থেকেও আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।
আগামী ১৪ মার্চ সকাল দশটায় আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ করে বিকেলে যোগ্য ও বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১৫ মার্চ বিকাল চারটা থেকে শুরু হবে প্রযোজনাভিত্তিক অভিনয় কর্মশালার কার্যক্রম। তিন মাসব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, ড. নিরঞ্জন অধিকারী, লাকী ইনাম, আফরোজা বানু, অধ্যাপক ড. রতন সিদ্দিকী, কামাল উদ্দিন কবির, আজাদ আবুল কালাম, আশীষ খন্দকার প্রমূখ। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি মঞ্চ নাটক প্রযোজনা করা হবে।