সফলভাবে সম্পন্ন হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় প্রচার বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী প্রচার বিষয়ক কর্মশালা। ০৯ মে ২০১৪ শুক্রবার সকাল ১১১টায় শুরু হয় কর্মশালা। উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন উদীচী’র কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী। উদ্বোধন করে তিনি কর্মশালার সাফল্য কামনা করেন এবং প্রচার বিষয়ে আরো বেশি করে মনোনিবেশ করার জন্য সবার প্রতি আহবান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি শংকর সাঁওজাল।
সংক্ষিপ্ত উদ্বোধনী পর্বের পরই শুরু হয় আনুষ্ঠানিক প্রশিক্ষণ কার্যক্রম। শুরুতে প্রশিক্ষণ দেন উদীচী’র কেন্দ্রীয় প্রচার বিষয়ক সম্পাদক কংকন নাগ, এরপর দ্বিতীয় পর্বে প্রশিক্ষণ দেন উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সহ-সভাপতি হাসান মাহমুদ। আর, তৃতীয় পর্বের প্রশিক্ষক ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য রহমান মুফিজ। তিন দিনব্যাপী প্রশিক্ষণে সংবাদ বিজ্ঞপ্তি লেখন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার এবং মাঠ পর্যায়ের প্রচার (যেমনঃ দেয়াল লিখন, পোস্টার লিখন প্রভৃতি) বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। উদীচী’র ঢাকাস্থ বিভিন্ন জেলা সংসদ এবং ঢাকা মহানগরের অন্তর্ভুক্ত বিভিন্ন শাখা সংসদের নেতা-কর্মীরা অংশ নেন। ১১ মে রোববার, প্রশিক্ষণ কর্মশালার সমাপনী পর্বে উপস্থিত ছিলেন উদীচী’র কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী, সাধারণ সম্পাদক প্রবীর সরদার, সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, অমিত রঞ্জন দে, দপ্তর বিষয়ক সম্পাদক ইকবালুল হক খান, সঙ্গীত বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম শশী, কেন্দ্রীয় সংসদের সদস্য সিদ্দিক মোল্লা এবং শিল্পী আক্তার।