আন্তর্জাতিক জঙ্গীবাদী নেতা, বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অন্যতম প্রধান হোতা আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরি সম্প্রতি এক অডিও বক্তৃতায় বাংলাদেশে গণহত্যা চলছে বলে দাবি করে এদেশের ইসলামী দলগুলোসহ জনগণকে যুদ্ধ ঘোষণা করার যে ডাক দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক প্রতিবাদপত্রে উদীচী’র কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী এবং সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, ওই বক্তৃতায় জাওয়াহিরি মহান মুক্তিযুুদ্ধকে কটাক্ষ করে বাংলাদেশের আপামর জনসাধারণকে অপমান করেছে। এটি কোনভাবেই মেনে নেয়া যায় না। তারা বলেন, বঙ্গ সংস্কৃতির লড়াকু যোদ্ধা হিসেবে উদীচী জনগণকে এই ধৃষ্টতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানাচ্ছে। সাম্প্রদায়িক অপশক্তির ‘গোলাঘর’ আল-কায়েদা ও তাদের নেতা জাওয়াহিরি যে ঔদ্ধত্য দেখিয়েছে, রক্তিম বাংলার অকুতোভয় মানুষ জনতার ঐক্যে তার জবাব দেবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন উদীচী’র সভাপতি ও সাধারণ সম্পাদক।
প্রতিবাদপত্রে উদীচী’র কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী এবং সাধারণ সম্পাদক প্রবীর সরদার আরো বলেন, এই দেশকে পাকিস্তানি দখল থেকে মুক্ত করেছে জনতার যুদ্ধ। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা দেশের কৃষক-শ্রমিক-ছাত্র-জনতা-নারী-পুরুষ সকলেই প্রয়োজন হলে এ ধরণের ধর্মের অজুহাতে রাষ্ট্রীয় অখন্ডতা ক্ষুণœ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে আবারো দেশের সার্বভৌমত্বকে আত্মবলিদানের মাধ্যমে রক্ষা করবে বলেও মন্তব্য করেন উদীচী নেতৃবৃন্দ। দেশবাসীকে সতর্ক ও সাবধান করে দিয়ে তারা বলেন, শত্র“রা চারদিকে ওঁত পেতে আছে। তাদেরকে শিক্ষায়, সংস্কৃতিতে, ঐক্য ও সংঘবদ্ধতার দৃঢ়তায় প্রতিরোধ করতে হবে। তাই, জোট বেঁধে এসব দেশি-বিদেশি বজ্জাতির বিরুদ্ধে লড়াই করার জন্য দেশের সব শ্রেণীর, সব বয়সের, সব মতের মানুষের প্রতি আহবান জানান উদীচী’র কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী এবং সাধারণ সম্পাদক প্রবীর সরদার।