দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দ উদীচীর মানববন্ধন
নিরাপদ সড়ক ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে পদ্মা সেতুর দাবিতে গত ৫ সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের সভাপতি ডা. সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় এলাকায় মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন সংগঠন ও স্থানীয় জনসাধারণ একাত্মতা প্রকাশ করেন। এসময় অবিলম্বে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ এবং দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্রুত পদ্মা সেতু বাস্তবায়নের দাবিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, সিপিবি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক অধ্যাপক আউয়াল আনোয়ার, অধ্যাপক সৌমেন দাস ভরত, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আব্দুল জব্বার, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক আজিজুল হাসান, যুব ইউনিয়ন নেতা আব্দুল্লাহ আল মাহমুদ রঞ্জন, মেজবাউল করিম রিন্টু, ফারুক আহম্মেদ, দাউদ খান, জাগরণের আহবায়ক সুজন সরওয়ার প্রমূখ। এসময় উদীচীর শিল্পীরা গণসংগীত পরিবেশন করে।