টাঙ্গাইল উদীচীর আমৃত্যু উপদেষ্টা, মুক্তি যুদ্ধের সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট তারাপদ দে গত ১০ অক্টোবর তিনি মৃত্যবরণ করেন। এ উপলক্ষে গত ২২ নভেম্বর সকাল ১০টায় উদীচী’র জেলা সংসদের নিজ কার্যালয়ে এক স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় বক্তারা এ্যাডভোকেট তারাপদ দের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বলেন, তিনি আজীবন লড়াই সংগ্রাম করেছেন মেহনতি মানুষের মুক্তির জন্য, শোষণহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উদীচীর উপদেষ্টা অধ্যক্ষ সেকেন্দার হায়াত, অধ্যক্ষ তপন বর্ধন, অধ্যাপক শিবাজী দে, সহ-সভাপতি অধ্যাপক দেবাশীষ দেব, বজলুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ ও উদীচীর নেতৃবৃন্দ।