গাইবান্ধায় উদীচীর ৪৩তম
প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাহমুদুল গণি রিজন: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা সংসদ গত ২৯ অক্টোবর দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করে। সকালে সংগঠনের জেলা কার্যালয়ের সামনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে পৌরপার্কের স্বাধীনতার বিজয় স্তম্ভে জেলা সভাপতি জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌর মেয়র মোঃ শামছুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিপিবি সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা জাসদের সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, মাসুদুল হক প্রমূখ। সংগীত পরিবেশন করেন মশিউর রহমান, লুৎফুস সামাদ রোজ, চুনি ইসলাম, স্বপন সরকার, তৃষ্ণা রায় তপু, আফসানা আরবী অন্না, মাইদুল হক মুহিত, রৌনক তালুকদার, কাজল রানী মহন্ত, আল মারুফা ফেমা, লক্ষ্মী রানী, নিম্মি ফেরদৌসী ডনি ও শিশু শিল্পীরা। মনিরুল ইসলাম মনিরের পরিচালনায় নৃত্য পরিবেশ করে উদীচীর শিশু শিক্ষার্থীরা। যন্ত্রে সহযোগিতা করেন মাহমুদ সাগর মহব্বত, বৈদ্যনাথ প্রামানিক, রাগীব হাসান সন্তু ও চুনি ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন অর্চ প্রসাদ।