দেশের বিভিন্ন স্থানে সংখ্যা লঘু জনগোষ্ঠীর উপর সামপ্রদায়িক হামলার প্রতিবাদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা সংসদ ১৮ নভেম্বর সোমবার বিকেলে স্থানীয় শহীদ মিনার চত্বরে এক সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশের আয়োজন করে। সংগঠনের জেলা সভাপতি জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লা হারুন বাবলু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মিহির ঘোষ, গণশিল্পী সংস্থার জেলা সভাপতি অধ্যাপক প্রমদা রঞ্জন পাল, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ ও জেলা উদীচীর সাধারণ সম্পাদক মাহমুদুল গনি রিজন। প্রতিবাদী কবিতা আবৃতি ও সংগীত পরিবেশন করেন সিরাজুল ইসলাম সোনা, মাহমুদ সাগর মহব্বত, খোন্দকার নিপন, আনোয়ারুল ইসলাম।