বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কিশোরগঞ্জে অষ্টগ্রাম শাখা সংসদের আহবায়ক নির্মল চন্দ্র সাহা এবং তাঁর স্ত্রী হেনা রায়ের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উদীচী। এক শোক বার্তায় উদীচী’র কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, অষ্টগ্রামের প্রবীণ এই শিক্ষক দম্পতির মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়। সারাজীবন ধরে শিক্ষাদানের মতো মহান ব্রতের সাথে জড়িত থেকে নির্মল সাহা ও হেনা রায় দম্পতি অসংখ্য সুযোগ্য মানুষ তৈরির মাধ্যমে সমাজ প্রগতির সংগ্রামে বিশেষ অবদান রেখেছেন। শুধু শিক্ষার্থীদেরকে তৈরি করা নয়, একটি অসাম্প্রদায়িক, সাম্যবাদী, প্রগতিশীল সমাজ গঠনের লড়াইয়ের অন্যতম যোদ্ধা নির্মল চন্দ্র সাহা অষ্টগ্রামে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ছিলেন। সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত নির্মল সাহা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি’র অষ্টগ্রাম শাখার সভাপতি ছিলেন। তিনি ও তাঁর স্ত্রী হেনা রায় তাঁদের সন্তান নবেন্দু সাহা জয়কেও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এক অকুতোভয় যোদ্ধা হিসেবে গড়ে তুলেছেন। ২০১৩ সালের ০৫ ফেব্র“য়ারি থেকে শাহবাগে শুরু হওয়া গণজাগরণ আন্দোলনের নিরলস কর্মী নবেন্দু সাহা জয়, নির্মল চন্দ্র সাহা ও হেনা রায়ের সুযোগ্য সন্তান।
ঢাকা থেকে যশোর যাওয়ার পথে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান শিক্ষক দম্পতি নির্মল চন্দ্র সাহা ও হেনা রায়সহ অন্তত দশ জন। উদীচী’র কিশোরগঞ্জের অষ্টগ্রাম শাখা সংসদের আহবায়ক নির্মল সাহা ও তাঁর স্ত্রী হেনা রায়ের মৃত্যুতে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উদীচী’র কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।