কথা: সিদ্দিক মোল্লা
এই বোমাবাজির হরতালেতে গরীব দুঃখীর আছে কী
ওরা ককটেল দিয়ে মানুষ মারে, এ যে কেমন রাজনীতি
এই বোমাবাজির হরতালে গরীব দুঃখীর আছে কী
পেটের দায়ে গরীব দুঃখী কাজ করিতে যায়
ঘর থেকে বের হওয়া যায় না ককটেলের জ্বালায়
ঘরে তার বউ পোলাপানে না খাইয়া থাকে দেখি
এই বোমাবাজির হরতালেতে গরীব দুঃখীর আছে কী
আমার ভোট আমি দেব যারে খুশি তারে দেব,
ককটেল দিয়ে মানুষ মারো কার সুখের আশায়
কেন তুমি দেখতি চাও বাবা মায়ের চোখের পানি।।
এই বোমাবাজির হরতালেতে গরীব দুঃখীর আছে কী
পাগল সিদ্দিক ভেবে বলে কৃষক শ্রমিক ভাই
এই বোমাবাজির সমাজ ভেঙ্গে শান্তির সমাজ চাই।
তাই কৃষক শ্রমিক এক হইয়া সমাজটা গড়ো দেখি
এই বোমাবাজির হরতালেতে গরীব দুঃখীর আছে কী
ককটেল দিয়ে মানুষ মারে এ যে কেমন রাজনীতি
এই বোমাবাজির হরতালেতে গরীব দুঃখীর আছে কী।।