উদীচী রংপুর জেলা সংসদ নানা কর্মসূচীর মধ্যদিয়ে উদীচীর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। বিকেল ৪টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উদীচী কার্যালয় থেকে বের হয়ে নগর প্রদক্ষিণ করে। তারপর উদীচী কার্যালয়ে আলোচনা, কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্যের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী রংপুরের সহসভাপতি মলয় কিশোর ভট্টাচার্য, আলোচনা করেন সাধারণ সম্পাদক ড. শাশ্বত ভট্টাচার্য, সিপিবি রংপুরের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কাফি সরকার, স্বপন পাল প্রমূখ। এরপর উদীচীর ভাইবোনেরা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন।