বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক প্রীতম সাহার উপর সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উদীচী। এক প্রতিবাদপত্রে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, উদীচী’র কর্মী একজন ছাত্রীকে উত্যক্ত করাকে কেন্দ্র করে রাজনৈতিক মদদপুষ্ট একটি ছাত্র সংগঠনের নেতা তার দলবল নিয়ে যেভাবে প্রীতমের উপর হামলা চালিয়েছে তা কোনভাবেই মেনে নেয়া যায় না। এ হামলা মূলত অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ একটি সাম্যবাদী সমাজ গড়ার লড়াইয়ে নিয়োচিত, দেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচী’র উপর হামলা বলে মন্তব্য করেন উদীচী’র কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ও উদীচী’র সক্রিয় কর্মীকে দিনের পর দিন উত্যক্ত করার প্রতিবাদ করায় প্রীতমের উপর যে হামলা চালানো হয়েছে, তাতে প্রমাণিত হয় যে নামে একটি ছাত্র সংগঠনের নেতা হলেও আসলে ওইসব দুর্বৃত্ত সমাজের নিকৃষ্টতম কীট-পতঙ্গের সাথে তুলনার সামিল।
অবিলম্বে প্রীতম সাহার উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি প্রতিবাদপত্রে আহবান জানান উদীচী’র কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার। একইসাথে ভবিষ্যতে যেন আর কোন ছাত্রীকে উত্যক্ত করা কিংবা কোন সচেতন প্রতিবাদকারীর উপর হামলা চালানোর দুঃসাহস ওই দুর্বৃত্তরা না দেখাতে পারে তা নিশ্চিত করতে কঠোরতম পদক্ষেপ নেয়ার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিও আহবান জানান তারা। আর তা না করা হলে, প্রয়োজনে প্রীতম সাহার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে রাস্তায় নামতেও উদীচী দ্বিধা করবে না বলে ঘোষণা দেন উদীচী’র কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।