বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য শাকিল আহমেদ অরণ্য এবং যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উদীচী। এক বিবৃতিতে উদীচী’র কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী এবং সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, গত ০৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় বিনা উস্কানিতে শাকিল আহমেদ অরণ্যসহ গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর দু’দফা হামলা চালায় ক্ষমতাসীন রাজনৈতিক দলের সহযোগী একটি সংগঠনের একটি অংশের কিছু নেতা-কর্মী। এতে শাকিলের মাথায় জোরালো আঘাত পাওয়া ছাড়াও আহত হন মঞ্চের বেশ কয়েকজন কর্মী। এর মধ্যে শাকিলসহ কয়েকজনের উপর দ্বিতীয় দফা হামলার ঘটনাটি ঘটে শাহবাগ থানার ভেতরে। এসময় পুলিশ নিস্ক্রিয় ভূমিকা পালন করায় হামলাকারীরা আরো বেশি সাহস পায়। কোন ধরণের উস্কানি ছাড়া ও বিরোধ না থাকা সত্ত্বেও এ ধরণের হামলার ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না বলে বিবৃতিতে মন্তব্য করেন কামাল লোহানী ও প্রবীর সরদার।
মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী একটি রাজনৈতিক দলের সহযোগী সংগঠনের কর্মীদের মাধ্যমে উদীচী এবং যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা আন্দোলনের কর্মীদের আঘাত পাওয়ার ঘটনা এদেশের প্রগতিশীল আন্দোলন ও স্বাধীনতাবিরোধী চক্রের বিরুদ্ধে চলমান লড়াইকে ক্ষতিগ্রস্ত করবে বলে বিবৃতিতে মন্তব্য করেন উদীচী’র নেতৃবৃন্দ। তাই, অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। এছাড়া, ভবিষ্যতে এ ধরণের যেকোন ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্যও সরকার ও প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।