উদীচী’র উদ্যোগে কবি সুকান্তের জন্মবার্ষিকী পালিত
বিপ্লব ও দ্রোহের কবি সুকান্তের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে উদীচী ঢাকা মহানগর সংসদের উদ্যোগে নানান কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে গত ৭ আগস্ট সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা, আবৃত্তি ও সঙ্গীত অনুষ্ঠান। উদীচী ঢাকা মহানগর সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সফিউদ্দিন আহমেদ, উদীচী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুল আলম, ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি জামসেদ আনোয়ার তপন, সঙ্গীতা ইমাম, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন হাবিবুল আলম, সুরাইয়া পারভিন, নরোত্তম চক্রবর্তী পলাশ, জয়া সেনগুপ্তা, রিমিলা করিম এবং আবৃত্তি করেন হামিদুল ইসলাম হিল্লোল, মিনহাজুল আবেদিন মৃদুল, স্বপ্নিল প্রমুখ।