রণেশ দাশগুপ্তের দেখানো পথে পরিচালিত হয়ে, তাঁর চেতনার আদর্শে অনুপ্রাণিত হয়ে, অসাম্প্রদায়িক মৌলবাদমুক্ত সাম্যবাদী সমাজ গড়ার প্রত্যয় নিয়ে রণেশ দাশগুপ্তের ১০৩তম জন্মবার্ষিকী পালন করলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। উদীচী’র অন্যতম প্রতিষ্ঠাতা রণেশ দাশগুপ্তের জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৫ জানুয়ারী বুধবার উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত হয় স্মরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই রণেশ দাশগুপ্তের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উদীচী নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক এ এন রাশেদা, কাজী মোহাম্মদ শীশ, সাধারণ সম্পাদক প্রবীর সরদার, সম্পাদকমণ্ডলীর সদস্য ইকবালুল হক খান এবং অনুষ্ঠানের অতিথি বাংলা একাডেমীর সহকারি পরিচালক তপন বাগচী। শ্রদ্ধা নিবেদন শেষে সঙ্গীত পরিবেশন করেন উদীচী’র শিল্পীরা। এরপর শুরু হয় আলোচনা সভা।
আলোচনা সভায় রণেশ দাশগুপ্তের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক এ এন রাশেদা, কাজী মোহাম্মদ শীশ এবং সাধারণ সম্পাদক প্রবীর সরদার, কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য বিজন রায়, উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সম্পাদকমণ্ডলীর সদস্য রিপন আচার্য শিশির প্রমূখ। বক্তারা বলেন, রণেশ দাশগুপ্ত আজীবন একটি অসাম্প্রদায়িক মৌলবাদমুক্ত সাম্যবাদী সমাজ গড়ার প্রত্যয় নিয়ে লড়াই-সংগ্রাম করে গেছেন। একজন তুখোড় সাংবাদিক, বিজ্ঞ সাহিত্যিক, অসামান্য প্রাবন্ধিক হিসেবে রণেশ দাশগুপ্ত তাঁর জীবনকালে সবসময়ই তার আশপাশের মানুষকে শিখিয়ে গেছেন কীভাবে সৎ থেকে, নিজের আদর্শে অটল থেকে সমাজ পরিবর্তনের স্বার্থে ইতিবাচক কাজ করা যায়। এই লক্ষ্যেই ১৯৬৮ সালের ২৯ অক্টোবর শিল্পী-সংগ্রামী সত্যেন সেনসহ বেশ কয়েকজন প্রগতিশীল মুক্ত চিন্তার মানুষকে সাথে নিয়ে রণেশ দাশগুপ্ত প্রতিষ্ঠা করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদীচী’র অন্যতম প্রতিষ্ঠাতা সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী রণেশ দাশগুপ্তের প্রতি গভীর শ্রদ্ধা জানান উদীচী’র নেতা-কর্মীরা।