Categories
প্রবন্ধ

উদীচীর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: আখতার হুসেন

১৯৬৮ সালের ২৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জন্ম হয়েছিল উদীচী শিল্পী গোষ্ঠীর। সেই হিসেবে আজ উদীচীর ৪৬তম জন্মদিন, ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

উদীচীর ভ্রুণের  সঞ্চার হয়েছিল ৩৬ নারিন্দা লেনের এক মেস বাড়ির চিলতে একটা ঘরে। পাশের ঘরেই থাকতেন ‘প্রেস শ্রমিকের জারি’ নামের পালাগান লিখে বিখ্যাত হওয়া প্রেস শ্রমিক নেতা সাইদুল ইসলাম। সস্ত্রীক থাকতেন তিনি।
এই মেসের ঘরেই ১৯৬৭ সালের একদিন বিকেলের দিকে এসে হাজির সাংবাদিক-সাহিত্যিক সত্যেন সেন। সঙ্গে গোলাম মোহাম্মদ (ইদু ভাই), মোস্তফা ওয়াহিদ খান, বদরুল আহসান খান, রিজিয়া খাতুন, আদমজির গায়ক-শ্রমিক নেতা আবদুল খালেক। আরও কেউ ছিলেন কী-না, এ মুহূর্তে মনে পড়ছে না। তবে আমাদের রুমেই যে উদীচীর প্রথম দিনের গানের রিহার্সাল হয়েছিল, সে কথা মনে আছে। আমরাও সেদিন গানে গলা মিলিয়েছিলাম। সত্যেন দার লেখা ও তাঁরই সুরারোপিত ‘ওরে বঞ্চিত সবহারা দল’ গানটি দিয়েই শুরু হয়েছিল উদীচীর ভবিষ্যৎ যাত্রা।