শহীদজায়া ও মুক্তিযোদ্ধা বেগম মুশতারি শফি’র মৃত্যুতে উদীচী’র শোক

আজ সোমবার (২০ ডিসেম্বর ২০২১) বিকেল চারটায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাবেক সভাপতি শহীদজায়া বেগম মুশতারী শফি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর স্বামী ও ভাই শহীদ হন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গভীর শোক প্রকাশ করেছে।

এক শোকবার্তায় উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ড. সফিউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর পরিবারের অবদান এবং পরবর্তি সময়ে যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনে তাঁর অবদান অসামান্য। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

উদীচীর নেতৃবৃন্দ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে উদীচীর শোক

ভাষাসংগ্রামী, শিক্ষাবিদ, নজরুল গবেষক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

এক শোকবার্তায় উদীচীর সভাপতি ড. সফিউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, নজরুল গবেষণা, ভাষা আন্দোলন ও বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাস রচনায় অধ্যাপক রফিকুল ইসলামের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

উদীচীর নেতৃবৃন্দ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। 

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এর মৃত্যুতে উদীচীর শোক

গতকাল (১৫ নভেম্বর) সোমবার রাত নয়টায় রাজশাহী শহরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি লেখালেখি করে গেছেন। একাধারে গল্প, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বাংলা সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তিনি।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক শোকবার্তায় উদীচীর সভাপতি ড. সফিউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, বাংলা সাহিত্য ও প্রগতিশীল আন্দোলনে তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

উদীচীর নেতৃবৃন্দ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।