রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী: তরুণ প্রাণের সন্ধান: অমিত রঞ্জন দে

বাংলার মানুষের কাছে রবীন্দ্রনাথ, নজরুল এবং সুকান্ত চির জাগরুক থাকবে। এ তিন কবি বাংলা সাহিত্যে কেবল ঐতিহ্য হিসেবে নয়, ভবিষ্যতের পথ প্রদর্শক হিসেবেও বরণীয়। এদের একজন উদার মানবিকতাবাদের কবি, আরেকজন মেহনতী মানুষের মুক্তিতে বিশ্বাসী স্বাধীনতা ও জাতীয় গণতান্ত্রিক সংগ্রামের কবি। অন্যজন সমাজতান্ত্রিক বাস্তবতার আদর্শে সর্বহারা শ্রেণীর বিপ্লবে বিশ্বাসী কবি। বলা চলে একই উজানে চলা নৌকার হাল ধরে থাকা তিন কা-ারী। রবীন্দ্রনাথ যে কবির জন্য কান পেতে ছিলেন এবং নজরুল যার আগমন আকাক্সক্ষায় প্রহর গুনেছেন সুকান্তই সেই কবি প্রতিভা। তিনজনের মধ্যে রবীন্দ্রনাথ আবির্ভূত হয়েছেন সবার আগে। তিনি তার সমগ্র রচনা শৈলীর মধ্য দিয়ে বাঙালির ধমনি তথা রক্ত কণিকায় চেতনার বীজ বপন করেছেন। যে কারণে যে কোন সংকটে-সম্ভাবনায় রবীন্দ্রনাথ আমাদের সামনে এসে দাঁড়ান। Continue reading রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী: তরুণ প্রাণের সন্ধান: অমিত রঞ্জন দে