DSC06971 মতলব দক্ষিণে উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচারের রায় তরান্বিত করার দাবীতে মানববন্ধনে নেতৃবৃন্দ

DSC06971

মতলব দক্ষিণে উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচারের রায় তরান্বিত করার দাবীতে মানববন্ধনে নেতৃবৃন্দ

মতলব দক্ষিণে উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচারের রায় তরান্বিত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
মতলব দক্ষিণ উপজেলায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচারের রায় তরান্বিত করার দাবীতে গতকাল ২১ জানুয়ারি সকাল ১০টায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উদীচী শিল্পীগোষ্ঠীর মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লক্ষ্মী রাণী দাস তারার সভাপতিত্বে ও সহ-সভাপতি গোলাম হায়দার মোল্লা ও মতলব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক উদীচীর সদস্য রোকনুজ্জামান রোকনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক আহ্বায়ক ও মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম নূরু, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ বজলুর রহমান, উদীচীর চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি পিযুষ কান্তি রায় চৌধুরী, সাধারণ সম্পাদক চন্দনাথ চন্দ, সম্পাদক মন্ডলীর সদস্য রনজিত রায়, মতলব পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক যুধিষ্ঠি শীল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জেসমিন সুলতানা, মতলব মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম শেফা, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক উত্তম কুমার ঘোষ, সদস্য জাহাঙ্গীর আলম প্রধান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ। স্বাগত বক্তব্য রাখেন, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র ঘোষ। এ সময় আরো উপস্থিত ছিলেনÑমতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার পরিচালক উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্য মাকসুদুল হক বাবলু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম আলেক, পৌর যুবলীগের সহ-সভাপতি রিপন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুজ্জামান আনু, উদীচী শিল্পীগোষ্ঠীর সিনিয়র সহ-সভাপতি শ্যামল চন্দ্র দাস, সম্পাদক মন্ডলীর সদস্য হোসেন আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির, উদীচী শিল্পীগোষ্ঠীর অর্থ সম্পাদক কামাল হোসেন, সদস্য নাছিমা আক্তার, সুধাংশু সাহা, নারায়ণপুর কলেজের প্রভাষক দুলাল পোদ্দার, রয়মনেন নেছা মহিলা কলেজের প্রভাষক শাহজাদী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও সুধী জন মানববন্ধনে অংশগ্রহণ করেন।