কথা : প্রবীর সরদার
সুর : ফারুক ফয়সাল
গোধূলীর সাথে সন্ধ্যা যে যায়
আবার সন্ধ্যা আসে
তপন রতন ভেসে ভেসে ওঠে
বেদনার প্রতিভাসে।।

কান্না হয়ে থামতে না চায়
সৈয়দ বুলু নীরবে তাকায়
মুখের হাসিটি কেড়ে নিয়ে হায়
শত্রুরা আজও হাসে।।

প্রতিবাদী সূর্য্যটা আলোক ছড়ায়
রামকৃষ্ণের চোখে রক্ত গড়ায়
শাহ্ আলমেরা ঘুমিয়ে রয়েছে
তোমার আমার পাশে

চিৎকার করে ইলিয়াস ডাকে
নূর ইসলাম মরে পড়ে থাকে
বাবলু রায়ের বুক ভেসে যায়
নিষ্ঠুর পরিহাসে।।