
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা বিভাগীয় কমিটির আয়োজনে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় সাংগঠনিক কর্মশালা। গত ০২ ডিসেম্বর শুক্রবার মানিকগঞ্জ জেলা সংসদের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় গাঙ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ কর্মশালা। ওইদিন সকাল ১১টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করা হয়। এরপর উদীচীর সংগঠন সঙ্গীত “আরশির সামনে একা একা দাঁড়িয়ে” এবং গণসঙ্গীত “নোঙর তোলো তোলো, সময় যে হোলো হোলো” পরিবেশন করেন উদীচী মানিকগঞ্জ জেলা সংসদের শিল্পীরা। এরপর উদীচী ঢাকা বিভাগীয় কমিটি-১ এর আহবায়ক শিবাণী ভট্টাচার্য্য-এর সভাপতিত্বে শুরু হয় সাংগঠনিক কর্মশালার উদ্বোধনী আলোচনা পর্ব।
Continue reading মানিকগঞ্জে উদীচীর ঢাকা বিভাগীয় সাংগঠনিক কর্মশালা