সমকালিন বাংলাগানঃ প্রগতির প্রত্যাশা মাহমুদ সেলিম

প্রগতি শব্দটির মধ্যে ‘গতি’ শব্দটি থাকলেও প্রগতি আর গতি এক নয়। গতির মধ্যে আগ্রগতি, পশ্চাৎগতি সবই রয়েছে। আবার শুধু অগ্রগতি আর প্রগতিও এক নয়। কোটি কোটি বছর ধরে প্রকৃতিরাজ্যে বিবর্তন ঘটেছে। জীবজগত জটিল থেকে জটিলতর স্তরে উন্নীত হয়েছে। এটি একটি অগ্রগতি বটে। কিন্তু প্রগতি নয়। প্রগতি হচ্ছে প্রকৃষ্ট গতি। এ গতি আপনা আপনি সূচিত হয় না। এর জন্য প্রয়োজন নির্দিষ্ট লক্ষ্যে অগ্রগমনের জন্য মানুষের সচেতন প্রয়াস। লক্ষ্যটি হচ্ছে একটি পূর্ণবিকশিত মানব সংস্কৃতি গড়ে তোলা, যেখানে থাকবে এমন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশ যে, মানুষ থাকবে চিন্তায় ও কর্মে স্বাধীন। তার সার্বিক বিকাশের পথ থাকবে সম্পুর্ণ কণ্টকমুক্ত।

Continue reading সমকালিন বাংলাগানঃ প্রগতির প্রত্যাশা মাহমুদ সেলিম