হে মহা মানব একবার এসো ফিরে

কথা : সুকান্ত ভট্টাচার্য
সুর : অজিত রায়

হে মহা মানব একবার এসো ফিরে
শুধু একবার চোখ মেলো
এই গ্রাম নগরীর ভীড়ে ॥

এখানে মৃত্যু হানা দেয় বারবার
লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার
এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি
নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি
কোথাও নেইকো পার ॥

মারি ও মরক মন্বন্তর ঘনঘন বন্যায়
আঘাতে আঘাতে ছিন্নভিন্ন ভাঙ্গা নৌকার পাল
এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল
ভাঙ্গা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো
হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো ॥