সর্বস্তরে বাংলা প্রচলনের দাবিতে উদীচী’র ভাষা অভিযাত্রা

আদালত ও দাপ্তরিক কাজে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করাসহ কয়েকটি লক্ষ্যকে সামনে রেখে আগামীকাল থেকে মাসব্যাপী “ভাষা অভিযাত্রা” কর্মসূচি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আগামীকাল ০৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রাসহ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে এ কর্মসূচি। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শাহবাগ প্রজন্ম চত্বরে আয়োজন করা হবে এ কর্মসূচি উদ্বোধনী দিনের অনুষ্ঠানমালা। সেখানে কর্মসূচি উদ্বোধন করবেন ভাষা সংগ্রামী ও উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি কামাল লোহানী। এরপর উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা পর্বে আলোচনা করবেন ভাষা সংগ্রামী আহমেদ রফিক, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, ডা. চন্দন দাশ এবং ড. শাশ্বত ভট্টাচার্য্য। আলোচনা পর্বের শুরুতে স্বাগত বক্তব্য রাখবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। আলোচনার পর ভাষা আন্দোলন এবং মহান স্বাধীনতা সংগ্রামের সময়কার বিভিন্ন গান ও আবৃত্তি পরিবেশন করবেন উদীচী’র শিল্পী-কর্মীরা।

ভাষার মাস ফেব্রুয়ারিজুড়ে উদীচী কেন্দ্রীয় সংসদ এবং বিভিন্ন জেলা ও শাখা সংসদ সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতের দাবিতে পোস্টার-প্রচারপত্র বিতরণ, রচনা প্রতিযোগিতা, প্ল্যাকার্ড-ফেস্টুন হাতে সুসজ্জিত পদযাত্রা, পথনাটক এবং গান-আবৃত্তি-নৃত্য পরিবেশনা ও পথসভার মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির চেষ্টা চালাবে। এছাড়া, থাকবে সকল জাতিগোষ্ঠীর মাতৃভাষার অধিকার সুরক্ষা, ভাষার ভুল ও বিকৃতি রোধ করা ইত্যাদি দাবিতে নানা বৈচিত্র্যপূর্ণ কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *