সত্যোন সেন স্মরণ সভা

সত্যেন সেনকে স্মরণ করলো উদীচী

সত্যেন সেনের দেখানো পথে মানুষের জন্য কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মাধ্যমে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সত্যেন সেনকে স্মরণ করলো উদীচী। সত্যেন সেন-এর ৩৫তম মৃত্যুবার্ষিকীতে গত ০৫ জানুয়ারি সন্ধ্যা ৬টায় স্মরণ সভা আয়োজন করে উদীচী ঢাকা মহানগর সংসদ। উদীচী কেন্দ্রীয় কার্যালয় (১৪/২, তোপখানা রোড- জাতীয় প্রেসক্লাবের বিপরীতে)-এ অনুষ্ঠিতব্য এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ। স্মরণ সভার শুরুতে সত্যেন সেন রচিত গান এবং তাঁর জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলী নিয়ে গ্রন্থিত আলেখ্যানুষ্ঠান “স্মৃতিতে সত্যেন সেন” পরিবেশন করেন উদীচীর শিল্পী-কর্মীরা।

এরর্প শুরু হয় আলোচনা পর্ব। এ পর্বের শুরুতেই বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার। এরপর সত্যেন সেন-এর স্মৃতিচারণ করেন উদীচীর প্রতিষ্ঠাকালীন আহবায়ক কামরুল আহসান খান। তাঁর আলোচনার পর বক্তব্য রাখেন সত্যেন সেন-এর ঘনিষ্ঠ সহযোগী এবং উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা গোলাম মোহাম্মদ ইদু। তিনি বলেন, সত্যেন সেন প্রদর্শিত পথে চলে কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে উদীচীকে সবসময়ই অবিচল থাকতে হবে। গোলাম মোহাম্মদ ইদুর পর সত্যেন সেন-এর সাহিত্যকর্ম এবং অন্যান্য নানা বিষয় নিয়ে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান। এরপর শিল্পী-সংগ্রামী-কৃষক নেতা সত্যেন সেনের জীবনাদর্শ, সাহিত্যকর্ম এবং রাজনৈতিক মতাদর্শ নিয়ে আলোচনা করেন উদীচীর সাবেক সভাপতি, বিশিষ্ট প্রাবন্ধিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক যতীন সরকার। তিনি সত্যেন সেন-এর রাজনৈতিক মতাদর্শ নিয়ে আােচনা করার পাশাপাশি বর্তমান সময়ে তাঁর দর্শন এবং চিন্তার প্রয়োগিত দিকগুলো নিয়ে কথা বলেন। তিনি বলেন, সত্যেন সেন যেভাবে পায়ে হেঁটে গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করেছেন, তেমনিভাবে সারাদেশে গ্রাম পর্যায়ে ছড়িয়ে যেতে হবে উদীচীকে। সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে দেশের আপামর জনসাধারণকে সকল ধরনের সাম্প্রদায়িকতা, মৌলবাদ, ধর্মান্ধতা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য উদীচীর শিল্পী-কর্মীদের প্রতি আহবান জানান তিনি। স্মরণ সভায় সত্যেন সেন রচিত কবিতা আবৃত্তি করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য নাজমুল আজাদ। ১৯৮১ সালের ০৫ জানুয়ারি মৃত্যুবরণ করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সত্যেন সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *